lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-01T03:01:29Z
আইন ও অপরাধ

বরগুনায় এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

Advertisement


 বরগুনা প্রতিনিধি:

বরগুনার বেতাগী উপজেলায় এক এইচএসসি পরীক্ষার্থীকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। রবিবার (২৯ জুন) বিকেলে পৌর শহরের বন্ধু চত্বরে এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওইদিন বিকেলে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় গেটের সামনে ঘোরাঘুরির সময় একা পেয়ে পরীক্ষার্থী সুমন মিয়াকে (১৮) ডেকে নিয়ে যায় সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন ও তার সহযোগীরা। পরে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের বন্ধু চত্ত্বর এলাকায় নিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। হামলায় সুমনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


আহতের বাবা সেলিম খান অভিযোগ করে বলেন, ছাদত্রদলের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে আমার ছেলের ওপর হামলা চালিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।


তবে অভিযোগ অস্বীকার করে বেতাগী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন বলেন, সুমন ছাত্রলীগের কর্মী। সে আগেও অনেকের ওপর হামলা করেছে। হয়তো আমাদের কয়েকজন কর্মী তাকে মেরেছে, তবে আমি নিজে মারধরে অংশ নেইনি।


এ বিষয়ে বেতাগী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোয়েব কবির জানান, যদি কেউ অপরাধ করে, বিষয়টি আমি অবগত হয়েছি। তবে সত্যতা প্রমাণিত হলে জেলার নেতৃবৃন্দ সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে। 


জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম রনি বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত আহত ব্যাক্তি বা তার পরিবার এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আহত করার কোন পক্ষই আমাকে জানায়নি। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 


বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।