Advertisement
এম মনিরুজ্জামান, পাবনা: সুজানগরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৬৩ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
বুধবার পাবনার সুজানগর পদ্মা নদী থেকে সকাল ৬টা থেকে দুপুর দেড়টা পযন্ত উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, মাছ সহ অন্যান্য জলজ প্রাণীর অস্তিত্ব সংকটের অন্যতম কারণ এই চায়না দুয়ারি জাল। জলজ পরিবেশের বাস্তুসংস্থানের জন্য মারাত্নক ক্ষতিকর অবৈধ এবং আইন দ্বারা নিষিদ্ধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের তত্ত্বাবধানে এবং পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ১৬৩ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা।
উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।