Advertisement
মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
তামাক নিয়ন্ত্রণে এবছর জাতীয় সম্মাননা পেলেন পঞ্চগড়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক। সম্মাননা তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। তাকে শ্রেষ্ঠ মোবাইল কোর্ট পরিচালনা কারী কর্মকর্তা ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়।বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করেন। শনিবার দুপুরে (৩১)মে ঢাকার উসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে এই সম্মাননা তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।এসময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা.মো:আবু জাফর সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জানাযায় আমিনুল ইসলাম তারেক গত ৩ মাসে তামাক নিয়ন্ত্রণে ২২ টি মোবাইল কোর্ট পরিচালনা করেন। তামাক নিয়ন্ত্রণ কাজে অবদান রাখে প্রশংসায় ভাসছেন আমিনুল ইসলাম তারেক।