Advertisement
মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি,
এবারের পতিপাদ্য বিষয় হলো প্লাস্টিক দূষণ রোধ করি বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে বুধবার ২৫ জুন সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পঞ্চগড় মহা সড়ক পদক্ষিনকরে পুনরায় জেলা প্রশাসক এর কার্যালয় এসে শেষ হয়।
পরবর্তীতে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আলোচলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পঞ্চগড় জনাব মোঃ সাবেত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পঞ্চগড় জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, ও সিভিল সার্জন পঞ্চগড় ডাঃ মোঃ মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় এর সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঞ্চগড় জনাব সুমন চন্দ্র দাশ। এ সময় অবৈধ পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ, সহ সব ধরনের পর্ন বর্জন করার আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা বলেন বায়ু দূষণ, শব্দ দূষন, ক্ষতি কারক ইউকেলকটার গাছ পরিহার করা।বিশেষ করে পলিথিন অপচনশীল দ্রব্য যেটা মানুষের জন্য মারাত্মক ক্ষতি কারক।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ১৯৯৫ (সংশোধিত ২০১০)এর ধারা৬(ক) অনুযায়ী পলিথিন উৎপাদন আমদানি বাজারজাতকরণ,বিক্রয়,মজুদ,বিতরণ, বানিজ্যিক, উদ্দেশ্যে ব্যবহার ও পরিবহন দন্ডনীয় অপরাধ এই সম্পর্কে ধারণা দেন।
সেই সাথে পলিথিন এর বিকল্প হিসেবে কাগজ, পাট,অথবা চটের ব্যাগ ব্যবহার করার পরামর্শ দেন। সেই সাথে বলেন সকলকেই সচেতন হতে হবে।
আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ। অনুষ্ঠানটিতে সকল শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।