Advertisement
মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির অভিযোগ।ঞ্চগড়ে পৌর শহর ডোকরোপাড়া সরকারি এম,আর কলেজের পিছনে মোঃ আশরাফুল ইসলাম এর বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায় গত (১৬-০৫- ২০২৫ শুক্রবার) দুপুরে ভুক্তভোগী আশরাফুল ইসলাম ও তার স্ত্রী পারভিন বেগম, বাড়িতে তালা দিয়ে দাওয়াত খেতে যায়। এমনতা অবস্থায় দাওয়াত খেয়ে বাসায় ফিরে দেখে ঘরের জিনিসপত্র সবই এলোমেলো। ভুক্তভোগী ধারণা যেহেতু তালা খুলে ঘরের ভিতরে প্রবেশ করেছে ততক্ষণে তার চিনতে আর বাকি নেই যে,এই চুরি কারা সংঘটিত করেছে, তাই আশরাফুল ইসলাম বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় নাম দিয়ে একটি অভিযোগ দায়ের করেন।
আশরাফুল ইসলাম ও তার স্ত্রী জানান তার প্রতিবন্ধী ছেলের অপারেশনের জন্য ঋণ মাহাজন করে ঘরের আলমারিতে সাত লক্ষ টাকা রেখেছেন সেই টাকা ও সোনার অলংকার সহ চুরি করেছে ওই চোরের দল।
এখন প্রতিবন্ধী মায়ের আর্তনাদে এলাকা ভারী হয়ে উঠেছে। ভুক্তভোগীর দাবি যারা এই চুরি সংঘটিত করেছে তারা একই এলাকার মোঃ মুসলিম উদ্দিন এর পুত্র মোঃ শাহিন (৩৫), পিতা অজ্ঞাত মোঃ রাব্বি (৩৭), পিতা অজ্ঞাত মোঃ জাহাঙ্গীর (৪৮), এদের সকলের বাড়ি আশরাফুল ইসলামের বাড়ির আশপাশে।
এদের সঙ্গে আশরাফুল ইসলামের পূর্বে বিরোধ ছিল বলে জানা গেছে। আশরাফুল ইসলাম ও তার স্ত্রীর দাবি থানায় অভিযোগ করা অব্দি এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করা হয় নাই। দ্রুত গ্রেফতারের দাবী জানান ভুক্তভোগী ও তার স্ত্রী পারভিন বেগম।