lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৯ মে, ২০২৫
Last Updated 2025-05-09T13:18:37Z
ব্রেকিং নিউজ

পোরসায় মসজিদে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য দিলেন ওসি

Advertisement


 

পোরশা নওগাঁ প্রতিনিধিঃ

পোরশা উপজেলার তরুণ প্রজন্ম দিন দিন মাদকাসক্তে জড়িয়ে পড়ছেন বিষয়টি আমলে নিয়ে বাদ মাগরিব বাইতুন নূর মসজিদে এক সচেতনতামূলক বক্তব্য দেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা। 

গতকাল বাদ মাগরিব উপজেলার জিরো পয়েন্ট সারাইগাছি মোড়ের বাইতুন নূর জামে মসজিদে নামাজ শেষে সকল মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এ বক্তব্য প্রদান করেন। 

তিনি বলেন রাতে আপনারা ঘুমিয়ে পড়েন আর আমরা নিরাপত্তা বাহিনী আপনাদের জানমাল পাহারায় রাস্তায় নেমে আসি। যাতে আপনাদের জানমাল  নিরাপদে ও নিশ্চিন্তে থাকতে পারেন। 

প্রসঙ্গত তিনি বলেন, ভাত খাওয়ার আগে দস্তরখানা বিছাতে হয়, আমাদের সন্তানদের যদি এ কথা আমরা শিখাতে পারি তাহলে তারা দস্তরখানা বিছাই ভাত খাবেন আর সেখানে ভাত পড়ে গেলে উঠে খাবেন। সেরুপ আমরা মাদকের জীবন বিধ্বংসী ক্ষতিকারক দ্রব্য সম্পর্কে  তাদেরকে জ্ঞান দিতে পারি তাহলে আমাদের যুব সমাজ বাঁচবে দেশ বাঁচবে শান্তিতে ঘুমাতে পারবো। 

তিনি আরও বলেন,দিন দিন এই মাদকাসক্তের প্রভাব বিস্তার লাভ করছে আইন নয় সচেতন করে তুলুন। আইনের আওতায় এনে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। সেখান থেকে আসার পরে এসে আরও বেপরোয়া হয়ে পড়ে। সবার কাছে আমার অনুরোধ সন্তানদের সচেতন করুন মাদকাসক্তির কোরাল গ্রাস থেকে জাতিকে বাঁচান। পোরশা নোচনাহার বাজারে শ্মশান ঘাটি পরিদর্শন শেষে এসে তিনি এসব কথা বলেন।