Advertisement
মোঃ সাবিবুর রহমান,রায়গঞ্জ প্রতিনিধি:
রায়গঞ্জ উপজেলার ধামানগর ইউনিয়নের কুস্তা গ্রামে বজ্রপাতে একটি গরু মৃত্যু হয়েছে। এসময় গরুর মালিকের ছেলে আহত হয়।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ১২ টায়।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল সিদ্দিক বলেন সকালে ঘাস খাওয়ানোর জন্য গরু টিকে রেখে আসি। এর মধ্যে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। গরু আনার জন্য আমার ছেলে মাঠে যায় তখন বজ্রপাত হয় এতে আমার ছেলে গুরুতর ভাবে আহত হয়। পরে স্থানীয় এক ব্যক্তি ঘটনা স্থলে গিয়ে দেখতে পায় গরু টা মৃত অবস্থায় ও আমার ছেলে আহত অবস্থায় ধান ক্ষেতে পড়ে আছে।পরবর্তীতে এলাকার লোকের সহযোগিতা ছেলে কে হসপিটালে পাঠিয়েছি।
রায়গঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জানান, বজ্রপাতে একর গরুর মৃত্যুর তথ্য পেয়েছি। বৃষ্টি বা বজ্রপাতের সময় গরু খোলা মাঠে না রাখার পরামর্শ দিয়েছেন তিনি।