lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৪ মে, ২০২৫
Last Updated 2025-05-04T10:49:26Z
মানববন্ধন

শাহরিন ইসলাম তুহিনের মুক্তি ও মিথ্যা মামলা বাতিলের দাবিতে ডোমারে মানববন্ধন

Advertisement



মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। মানববন্ধনে তারা বলেন, তুহিনের মুক্তি না হলে উত্তরবঙ্গকে অচল করে দেওয়া হবে। 



রবিবার ৪ঠা মে দুপুর ১২ টায় ডোমার বাজারস্ত রেলগেট মোড়ে নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের সাবেক এমপি, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি, শান্তি, উন্নয়ন, অগ্রগতি ও সম্প্রীতির দূত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তি ও মিথ্যা বানোয়াট গায়েবি মামলা বাতিলের দাবীতে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 



উপজেলা বিএনপির সভাপতি ও ০১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক বসন্ত কুমার রায় প্রমুখ।


এছাড়াও উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপজেলা, পৌর, এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট গায়েবি মামলা অবিলম্বে বাতিল করা না হলে এই উত্তরবঙ্গকে অচল করে দেওয়া হবে তিনি জানান।