lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৫ মে, ২০২৫
Last Updated 2025-05-05T12:52:42Z
কৃষি

মান্দায় ভুট্টা কাবেরী ৫৪ এর মাঠ দিবস

Advertisement



আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মান্দায় সুপ্রীম সীডস কোম্পানি লিমিটেডের উৎপাদিত ভুট্টা কাবেরী ৫৪ এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (৫ মে ) বিকেলে উপজেলার দ্বারিয়াপুর গ্রামের মাঠে হারুন অর রশীদ হীরার খেতে ভুট্টা কর্তনের মধ্যদিয়ে এ দিবস করা হয়েছে।

এ উপলক্ষে দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মটগাড়ী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুন্নবী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রীম সীডস কোম্পানির জোনাল ম্যানেজার কৃষিবিদ কামরুজ্জামান রিয়ান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নওগাঁর সুপ্রীম সীডস কোম্পানির রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ আহসান হাবীব, বিশিষ্ট বীজ ব্যবসায়ী সুনীল কুমার প্রামাণিক ও নজরুল ইসলাম, কোম্পানির সিনিয়র সেলস্ অফিসার শফিকুল ইসলাম, কৃষক হারুর অর রশীদ হীরা প্রমুখ।

কৃষক হারুন অর রশীদ হীরা বলেন, এবারের রবি মৌসুমে আড়াই বিঘা জমিতে সুপ্রীম সীডস কোম্পানির ভুট্টা বীজ রোপণ করি। ভুট্টার কাদি দেখে আশা করছি ভাল ফলন হবে।