lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
Last Updated 2025-05-27T12:46:26Z
ব্রেকিং নিউজ

আগামীতে বৈষম্য বিরোধী পঞ্চগড় প্রেসক্লাব গড়তে জেলার সকল সাংবাদিকদের অঙ্গীকার

Advertisement


 

মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা  প্রতিনিধি, 

পঞ্চগড়ে জুলাই আগস্ট বিপ্লবের পর পঞ্চগড় প্রেসক্লাব সুগঠন ও সংস্কার করার লক্ষে জেলা ভিত্তিক গণমাধ্যম কর্মীদের উন্নয়ন বিষয়ক, মতবিনিময় সভা এর আয়োজন করে পঞ্চগড় প্রেসক্লাব বর্তমান আহ্বায়ক কর্তৃপক্ষ।


 মঙ্গলবার ২৭ মে  প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা শেষে  ভোজন প্রীতি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সকল  ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার জেলা প্রতিনিধি সাংবাদিকবৃন্দ সহ  গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এ সময় সাংবাদিক নেতারা বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন পঞ্চগড় প্রেসক্লাবটি দীর্ঘদিন যাবত গুটিকয়েক প্রথম সারির সাংবাদিকরা দখল করে লুটেপুটে খেয়েছেন। এই বৈষম্য তৈরি করতে আর কাউকে দেয়া হবে না। এখন থেকে ছোট বড় সকল মিডিয়ার সাংবাদিকরা এই প্রেসক্লাবের সদস্য হয়ে কাজ করবেন।


অনুষ্ঠানটি আয়োজন ও সভাপতিত্ব করেন পঞ্চগড় প্রেসক্লাবের আহবায়ক বাংলাদেশ প্রতিদিন এর পঞ্চগড় জেলা প্রতিনিধি সরকার হায়দার ও সঞ্চালনায় ছিলেন বিজয় টিভি পঞ্চগড় জেলা প্রতিনিধি ইনসান সাগরেদ, সহ চ্যানেল টুয়েন্টিফোর এর পঞ্চগড় জেলা প্রতিনিধি হোসেন রায়হান, এন টিভির বিশেষ প্রতিনিধি সাজ্জাদ হোসেন, আর টিভি জেলা প্রতিনিধি হারুন অর রশিদ, যুগান্তর  পত্রিকার জেলা প্রতিনিধি এস এ মাহমুদ সেলিম, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি এ রায়হান রকি, লাখোকন্ঠ পত্রিকা জেলা  প্রতিনিধি মোঃ তোতা মিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন ইরান, বাঁধন, স্নেহা ও আছমা আক্তার আখি, সাইদুজ্জামান রেজা,ছাব্বির হোসেন, আব্দুর রোফ,আব্দুল রহিম, সিদার্ধ কর্মকার প্রমুখ ।