Advertisement
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী উপজেলায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গুলিশাখালী ইউনিয়নের হালিমা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সভা হয়।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার তন্ময় কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক বিএম মোস্তফা কামাল, বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মহসীন, সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান, গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন, ইউপি সদস্য ফারুক আকন, সাংবাদিক রেজাউল করিম, এইচএম রাসেল ও আল আমিন বাবু প্রমুখ। সভায় ইউনিয়নের শতাধিক জেলে অংশ নেয়।
সভায় বক্তারা দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহবান জানান।