lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২১ মে, ২০২৫
Last Updated 2025-05-21T11:41:58Z
জাতীয়

বেনাপোল কাস্টমসে ৫ দিন পর কাজ শুরু, বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য

Advertisement


 

বেনাপোল প্রতিনিধি :

টানা পাঁচ দিনের ‘কলম বিরতি’র পর আবারো স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউজে। গত সোমবার অর্থ  মন্ত্রণালয়ের আশ্বাসের ভিত্তিতে কলম বিরতি স্থগিত করে কাজ শুরু করেন কাস্টমস কর্মকর্তারা। বন্দরে দেখা যায় আগের মতোই কর্মচাঞ্চল্য ও ব্যস্ততা।


জানা গেছে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কলম বিরতি পালন করেন কাস্টমস কর্মকর্তারা। এর ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম ও শুল্কায়ন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়।


সকালে কাস্টমস হাউজ, বন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে দেখা গেছে। কলম বিরতিতে জমে থাকা কাজ দ্রুত নিষ্পত্তির জন্য বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে সংশ্লিষ্ট দফতরে।


পাঁচ দিনের অচলাবস্থার অবসানে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে অনেকে মনে করছেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আবারো এমন কর্মসূচি হতে পারে।