lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৯ মে, ২০২৫
Last Updated 2025-05-19T16:43:26Z
অর্থ ও বানিজ্য

আদালতের নিষেধাজ্ঞায় আড়ানী পৌর হাট-বাজারের ইজারা সাময়িক বন্ধ ঘোষণা

Advertisement


 


বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার রুস্তমপুর হাটের ইজারা অস্থায়ী ভিত্তিতে বন্ধ ঘোষণা করা হয়েছে। খোলা ডাকে ইজারা দেওয়ার জন্য মাইকিং-এবং জামানতের টাকা জমা সহ সকল প্রস্তুতির পর রবিবার (১৮ মে) বেলা পৌনে ৩টার সময় আড়ানী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৌর প্রশাসক ও সহকারী কনিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলির পক্ষ থেকে আড়ানী পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল রানা আনুষ্ঠানিক ভাবে ইজারা বন্ধের ঘোষণা দেন। 



জানা যায়, চলতি বছরের ১৫ এপ্রিল থেক ১৬ মে পর্যন্ত ৫ সপ্তাহের জন্য ৩ লক্ষ ২০ হাজার টাকা মূল্যে হাটের ইজারা দেওয়া হয়। প্রাকৃতিক দূর্যোগ শিলাবৃষ্টি ও তাপদাহের কারণে দুটি হাট ক্ষতি গ্রস্থ হওয়ায় পূনরায় গড়পড়তা মূল্যে আরও ১০টি হাটের জন্য আবেদন জানানো হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক গড়পড়তায় হাটের ইজারা দিতে রাজি না হয়ে পুনরায় ১৮ মে মাকিং এর মাধ্যমে হাটের ইজারার খোলা ডাকের দিন ঘোষনা করেন। উপায় না পেয়ে বিজ্ঞ আদালতের স্বরনাপন্ন হন ইজারাদার তোজাম্মেল হক। আদালত অভিযোগ আমলে নিয়ে পৌর প্রশাসককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। এরপরও তিনি নিজ সিদ্ধান্তে অটল থেকে হাট ইজারার সকল প্রস্ততি গ্রহন করেন। পরে রবিবার রাজশাহী জেলা জর্জ আদালত হাট ইজারা অস্থায়ী ভিত্তিতে নিষেধাজ্ঞা দেন। এতে করে তাৎক্ষণিক আনুষ্ঠানিক ভাবে রুস্তমপুর হাটের ইজারা বন্ধ ঘোষণা করেন পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল রানা। 



এ বিষয়ে মুঠো ফোনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাবিহা সুলতানা ডলি মুঠোফোনে জানান, হাট ইজারাদারের অভিযোগের ভিত্তিতে আদালত নিষেধাজ্ঞা দিলে হাটের ইজারা বন্ধ ঘোষনা করা হয়। এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে শিঘ্রই আপিল করা হবে।