Advertisement
আশরাফুল ইসলাম, গাইবান্ধা ::
গাইবান্ধা জেলার বৃটিশ আমলে স্বাধীন অঞ্চলখ্যাত পলাশবাড়ী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করলেন মোঃ নাজমুল আলম।
১৯ মে সোমবার তিনি পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব গ্রহন করায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করেন ও অভিনন্দন জ্ঞাপন করেন। এছাড়াও এদিন উপজেলার বিশিষ্টজন,সরকারি বেসরকারি কর্মকর্তা তাহার সাথে সাক্ষাৎ করেন ও কুশল বিনিময় করেন।
উপজেলা প্রশাসনের নবাগত নির্বাহী অফিসারের দক্ষতা ও নিষ্ঠায় কর্মপ্রবাহে নতুন মাত্রা যোগ করবে ও সঠিক দিকনির্দেশনা, সৃজনশীলতা, পেশাদারিত্বের মাধ্যমে এগিয়ে যাক পলাশবাড়ী উপজেলা এমনটাই আশাবাদী উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম এসময় সহকর্মী ও সর্বস্তরের মানুষের সহযোগীতা ও পরামর্শে পলাশবাড়ীর সার্বিক বিষয়ে ভূমিকা পালনের অঙ্গিকার করেন।
উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম এর আগে নীলফামারী জেলার ডোমার উপজেলায় সুনামির সহিত উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন।