Advertisement
ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক বিরোধী সম্মিলিত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) দুপুরে সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ, টিম ডায়নামিক, শ্রীমঙ্গল এলাকাবাসী ও শাপলাবাগ এলাকাবাসীর ব্যানারে স্থানীয় চৌমুহনা চত্বরে এই বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্যবসায়ী, ছাত্র-জনতা, শিক্ষক, পরিবহন শ্রমিক, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দম আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধনের পূর্বে হাজারো মানুষ শহরের সোনার বাংলা সড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন। পরে বিক্ষোভ মিছিলকারীরা চৌমুহনা চত্বরে মানববন্ধনে অংশ নেন। প্রায় দেড় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন টিম ডায়মানিকের উপদেষ্টা মো. শাহিন আহমেদ, মাওলানা এম. এ রহিম নোমানী, জাতীয়তাবাদী যুবদল নেতা বাবুল আহমেদ, ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো. নাদির হোসেন, ক্রীড়া সংগঠক ও সমাজকর্মী মীর কালাম, পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা মনির হোসেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম, শিক্ষক রবিউল ইসলাম, আল আমিন, সাদিকুর রহমান, কালিঘাট রোড স্পোর্টস একাডেমির রমজান আহমেদ, চলন্তিকা ক্রীড়া চক্রের কল্লোল বৈদ্য প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পর্যটন নগরী হিসেবে খ্যাত শ্রীমঙ্গলে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরণের মাদক। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে মাদক পাচার হচ্ছে সর্বত্র। মাদকাসক্তের সংখ্যা দিন দিন বাড়তে বাড়তে চরম আকার ধারণ করেছে। মাদক সেবন করে শুধু নিজেকে ধ্বংস করছে না, পরিবারকেও ধ্বংস করছে। উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে প্রবেশ করছে এসব মাদক। প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।