Advertisement
মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
এখন গ্রীষ্ম কাল প্রকৃতির নিয়ম অনুযায়ী পুরাতন পাতা ছেড়ে নতুন পাতায় রূপান্তরিত হয়েছে। অন্যদিকে গ্রীষ্ম অপরুপ সাজে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া-জারুল সহ নানান জাতির ফুল।
যেদিকে তাকাই কৃষ্ণচূড়া-জারুল ফুল নানা রূপে হাসছে প্রকৃতির শাখা গুলোতে। গ্রীস্মের ফুলে ফলে গ্রানে পরিপূর্ণ হয়ে উঠেছে প্রতিটি প্রকৃতি।
এই সৌন্দর্যের নীলাভূমিতে হারিয়ে যাচ্ছে সব বয়সী মানুষ। ফুল কে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে।
পঞ্চগড়ে রাস্তার ধারে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া, জারুল, লাল,হলুদ, বেগুনী রংয়ের ফুল সহ নাম না জানা হরেক রকমের ফুল। প্রকৃতির এই সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন পথচারীরাও।