lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
Last Updated 2025-05-22T08:29:28Z
ব্রেকিং নিউজ

মৌলভীবাজারে বিপুল পরিমাণ জাল নোটসহ একজন আটক

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে প্রায় তিন লক্ষ টাকার জাল নোট ও ভারতীয় রুপিসহ যুগেন্দ্র মল্লিক (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (২১ মে) সন্ধ্যায় জেলার শ্রীমঙ্গল উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে বৃহস্পতিবার (২২ মে) দুপুরে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার শাকিল এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা। আটককৃত যুগেন্দ্র মল্লিক ওই গ্রামের মৃত দেবেন্দ্র মল্লিকের ছেলে। 

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বুধবার (২১ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবির অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা ও উপ-পরিদর্শক (এসআই) এ. এইচ. এম মাহমুদুর রহমানসহ অন্যান্য অফিসার ও ফোর্সের সমন্বয়ে ডিবি পুলিশের একটি দল জেলার শ্রীমঙ্গল উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে অভিযান চালিয়ে যুগেন্দ্র মল্লিককে আটক করে। তার দেয়া তথ্যমতে তার বাড়ির গোয়াল ঘরের খড়ের নিচে লুকানো অবস্থায় ২ লক্ষ ৭৭ হাজার ২০০ বাংলাদেশি টাকার জাল নোট, ৩ হাজার ৯০০ ভারতীয় জাল রুপি, ১টি মোবাইল ফোন ও ১২টি খাম উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ১৫৫টি ১০০০ টাকার জাল নোট, ২০০টি ৫০০ টাকার জাল নোট, ১১১টি ২০০ টাকার জাল নোট এবং ভারতীয় ৫টি ৫০০ টাকার জাল রুপি ও ৭টি ২০০ টাকার জাল রুপি। 

আটককৃত যুগেন্দ্র মল্লিক ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সাথে যুক্ত। দেশের বিভিন্ন উৎস থেকে জাল নোট সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছিল। আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে পশুর হাটে ছাড়ার লক্ষ্যে সে জাল টাকাগুলো নিয়ে এসেছিল। ২০২৪ সালের ফেব্রæয়ারি মাসে যুগেন্দ্র মল্লিককে শ্রীমঙ্গল থেকে তাকে প্রায় ৭০ লাখ টাকার জাল বাংলাদেশি নোট এবং ১৪ লাখ টাকার ভারতীয় জাল রুপীসহ র‌্যাব-৯ গ্রেপ্তার করেছিল। ওই মামলায় জামিনে বেরিয়ে এসে সে পুনরায় জাল নোট ও জাল রুপির ব্যবসা করে আসছে।

বুধবার সন্ধ্যায় আটকের ঘটনায় তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে। তার সহযোগীদের গ্রেপ্তারে ডিবি পুলিশ তৎপরতা অব্যাহত রয়েছে।