lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১১ মে, ২০২৫
Last Updated 2025-05-11T02:33:02Z
ব্রেকিং নিউজ

আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন মোস্তফা জামান আব্বাসী

Advertisement


 

মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নীলফামারী প্রতিনিধিঃ বরেণ্য ও প্রখ্যাত সংগীতশিল্পী, লেখক গবেষক শিল্পকলা একাডেমির সাবেক মহা পরিচালক এবং সুর সম্রাট আব্বাস উদ্দীনের কনিষ্ঠ পুত্র মোস্তফা জামান আব্বাসীকে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রেখে দাফন সম্পন্ন করা হয়েছে। 

শনিবার ১০ই মে ভোর ছয়টার সময় ঢাকা বনানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যু বরণ করেন। (ইন্না,,,,,,,, রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

পারিবারিক সুত্রে যানাযায় বাদ জোহর বনানীর আজাদ মসজিদের সামনে তার জানাজা সম্পন্ন করে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

মোস্তফা জামান আব্বাসীর উপমহাদেশের প্রখ্যাত এক সংগীত পরিবারে তার জন্ম । বাবা আব্বাস উদ্দীন একজন পল্লীগীতির কিংবদন্তি শিল্পী। পিতার কাছে মোস্তফা জামান আব্বাসী সংগীতের পাশাপাশি পেয়েছিলেন ধর্মীয় চেতনার দীক্ষা। আমাদের নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে ভালবেসে তিনি লিখেছিলেন মুহাম্মদের নাম গ্রন্থ।

সংগীতে অবদানের কারণে ১৯৯৫ সালে মোস্তফা জামান আব্বাসী একুশ পদকে ভূষিত হয়েছিলেন। 

তার চাচা আব্দুল করিম ছিলেন ভাওয়াইয়া পল্লীগীতি ও ভাটিয়ালি গানের জনপ্রিয় শিল্পী। বড় ভাই ছিলেন সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল, তার মেয়ে নাশিদ কামাল একজন বরেণ্য শিল্পী, বোন ফেরদৌসী রহমান প্রথিতযশা বহুমাত্রিক প্রতিভার সংগীতঞ্জ হিসেবে সমাদৃত।


মোস্তফা জামান আব্বাসী দীর্ঘদিন ধরে বিটিভিতে ভরা নদীর বাঁকে নামে একটি অনুষ্ঠান করতেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় পঞ্চাশটি।

মৃত্যুর খবরটি তার বড় মেয়ে সংগীত শিল্পী সামিরা আব্বাসী সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুকে পোস্ট করেছিলেন, সোনার চান পাখি,,,,,,,,,,,,, আর দেখা হবে ?।

পরিবারের লোকজন জানান, মোস্তফা জামান আব্বাসী দীর্ঘদিন বার্ধক্যজনিত কারনে নানা রকম জটিলতায় ভুগছিলেন। গতকাল শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে বনানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং শনিবার ভোর আনুমানিক ছয়টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে সন্তানসহ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং সংগীতপ্রিয় অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেছেন।


উল্লেখ্য যে, মোস্তাফা জামান আব্বাসীর মৃত্যু ১০ মে, ২০২৫ইং, মৃত্যুকালে তার বয়স ৮৭ বছর। ১৯৩৭ইং সালের ৮ই ডিসেম্বর পিতা আব্বাসউদ্দিন এবং মাতা লুৎফুন্নেসার ঘর আলোকিত করে পৃথিবীতে এসেছিলেন তিনি।

তার পিতা কিংবদন্তী কণ্ঠশিল্পী আব্বাসউদ্দীন আহমদ। মা বিশিষ্ট কবি লুৎফুন্নেসা আব্বাস। বড়ভাই সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল। ছোটবোন ফেরদৌসী রহমান দেশের শীর্ষ কণ্ঠশিল্পী। তার স্ত্রী আসমা আব্বাসী একজন রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত শিক্ষিকা এবং লেখিকা । ২০২৪ইং ৪ঠা জুলাই তার স্ত্রী মরহুমা আসমা আব্বাসী পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমান।

তার দুই কন্যা সামিরা আব্বাসী এবং শারমিনী আব্বাসী ও গুণপনায় সুপরিচিত। মুস্তাফা জামান আব্বাসী অর্ধশত গ্রন্থের লেখক এবং পাশাপাশি  ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ‘নজরুল আব্বাস সেন্টার’-এর প্রবক্তা।