lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৭ মে, ২০২৫
Last Updated 2025-05-17T09:37:57Z
ব্রেকিং নিউজ

দেবীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

Advertisement


সজীব আহাম্মেদ, দেবীগঞ্জ (পঞ্চগড়):

পঞ্চগড়ের দেবীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৫ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।


শনিবার (১৭ মে) দুপুর ১টায় উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাস, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুনসহ স্থানীয় কৃষক ও মিল মালিকরা উপস্থিত ছিলেন।


এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার জানান, এবছর দেবীগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বোরো ধান ৭৩০ মেট্রিক টন এবং চাল ২ হাজার ৪৫১ মেট্রিক টন। ধান সংগ্রহ মূল্য প্রতি কেজি ৩৬ টাকা এবং চাল সংগ্রহ মূল্য প্রতি কেজি ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে ধান ও চাল সংগ্রহ করবে।


দেবীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাস বলেন, খাদ্য বিভাগের আওতায় পরিচালিত এই উদ্যোগে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন। সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় ধান-চাল সংগ্রহ নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।