lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
Last Updated 2025-05-13T08:54:45Z
ব্রেকিং নিউজ

আটোয়ারীতে পাটচাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Advertisement


 


সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে পাটচাষীদের নিয়ে "উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ" শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 



মঙ্গলবার (১৩ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। 



এসময় উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ইমরান আলীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন। 



প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাটচাষীদের প্রশিক্ষণ প্রদান করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতিন। এছাড়াও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোস্তফা আহমেদ, অতিরিক্ত কৃষি অফিসার আবুল কালাম আজাদ।



দিনব্যাপী ওই কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।



এছাড়াও প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 



এছাড়াও বর্তমানে পাট ব্যবহার বৃদ্ধি পাওয়া পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুর্দা ও অর্জিত হচ্ছে। যা বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সহায়তা করছে। তাই পাট চাষের উপর চাষীদের আগ্রহ বৃদ্ধির করার দৃঢ় প্রত্যায় করেন। 



এইজন্য সরকার পাট অধিদপ্তরের অধীনে উন্নত প্রযুক্তির নির্ভর পাঠ ও পার্ট ব্রিজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের মাধ্যমে চাষীদের বিনামূল্যে পার্ট বীজ,সার, বালাইনাশক, কৃষি যন্ত্রপাতি সরবরাহ সহ প্রকল্পের মাধ্যমে পাট চাষীদের উন্নত কলা কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে পাট চাষীদের মাঝে পাটজাতক ব্যাগ ও নগদ অর্থ প্রদান করা হয়।