Advertisement
ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ খাড়িপাহাড় ফুরকানিয়া নূরানিয়া ও হাফেজিয়া মাদ্রাসা কমিটির আয়োজনে বার্ষিক ও মাসিক দাতা সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়।
আজ বেলা ১২ঃ০০ টায় উপজেলার ছাওড় ইউনিয়নের খাড়ি পাহাড় মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে এক ইসলাহি বয়ানের আয়োজন এ সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পোরশা জামিয়া আল আরাবিয়া বড় মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা হারুনুর রশিদ শাহ। তিনি বলেন বহুদিনের পুরনো এই মাদ্রাসা ১৯৬৫ সালে স্থাপিত হয়ে এ পর্যন্ত সুনামের সাথে ফুরকানিয়া নুরানিয়া ও হাফেজিয়া ছাত্রদের মাঝে দ্বীনি শিক্ষা প্রদান করে যাচ্ছেন। যাতে অত্র এলাকার ঘরে ঘরে দিন ইসলামে চর্চা হয় ও দ্বীনী আলেম তৈরি হয় যা পরকালে নাজাতের উসিলা হতে পারে। তিনি আরো বলেন ইব্রাহিম আলায়ে সাল্লাম ও ইসমাইল আলায়ে সাল্লাম দুজনে কাবাঘর নির্মাণে আল্লাহর কাছে দোয়া করতেন রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এর বদৌলতে আজ আল্লাহ কাবাঘর কে সারা দুনিয়ার মুসলমানদের হজের তীর্থস্থান হিসাবে কবুল করেছেন। এ মাদ্রাসার টিকেও যেন আল্লাহ কবুল করে নেন এজন্য আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন এবং সকলের সহযোগিতা ও কামনা করেন তিনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহিম। বয়ান শেষে বাদ জহুর দাতা সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন ও দোয়া করেন।
এতে মাদ্রাসার সাধারণ সম্পাদক আজিজুল হক সহ অভিভাবক গ্রামবাসী আলেম-ওলামা উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তাফিজুর রহমান সহ মোট তিনজন শিক্ষক আবাসিক অনাবাসিক প্রায় ১০০ জন ছাত্রদের শিক্ষাদান করে আসছেন।