Advertisement
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ পোরশা ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলা ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি, প্রতিপাদকে সামনে রেখে বলেন প্রতিটা খাস জমির মালিক সরকার, জেলা প্রশাসক এ জমির দেখভাল করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভূমি কমিশনারের মাধ্যমে এ জমিগুলো বিতরণ করা হয় খাষ জমি কোন প্রতিষ্ঠানে যদি দেওয়া হয় তা চিরস্থায়ী হিসেবে দেওয়া হয় এ বিষয়গুলো কিন্তু সবাই জানে না। শেষে তিনি তিন দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পাশাপাশি উপজেলা ভূমি কমিশনার নাবিলা ফেরদাউস ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এতে আরও বক্তব্য রাখেন গাঙ্গুরিয়া ও ছাওড় ইউনিয়নের ফরহাদ হোসেন শাহ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সাংবাদিক সুশীল সমাজ উপজেলা ভূমি অফিসের সকল তহশীলদার।