মঙ্গলবার 8 জুলাই 2025

lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৫ মে, ২০২৫
Last Updated 2025-05-25T11:28:38Z
ব্রেকিং নিউজ

শ্রীমঙ্গলে দুই দিনে লোকালয় থেকে দুটি অজগর সাপ উদ্ধার

Advertisement
 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

চায়ের রাজধানী ও পর্যটন নগরী হিসেবে খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থান থেকে দুই দিনে দুটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। উদ্ধারের পর প্রাণীগুলোকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, রবিবার (২৫ মে) সকালে শ্রীমঙ্গল উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামে অবস্থিত গণমাধ্যমকর্মী অসীম পাল শ্যামলের বাসার পাশে উঠানে একটি অজগর সাপ দেখে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে অসীম পাল শ্যামল বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। পরে অজগর সাপটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করেন। এর আগের দিন শনিবার (২৪ মে) সকাল ৮টার দিকে উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগানে কর্মরত পিটার বাবু শামীম আহমদের স্ত্রী রান্না করার সময় রান্না ঘরের সিলিংয়ের উপর একটি অজগর সাপ দেখে ভয়ে চিৎকার শুরু করেন। পরে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটিকে উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘লাউয়াছড়া জাতীয় উদ্যান, আশপাশের বনাঞ্চল ও চা বাগানের আশপাশের বনজঙ্গলের ছোটখাটো ঝোপঝাড় উজার হয়ে যাচ্ছে। এসব ঝোপঝাড়ের মাঝে নানা প্রজাতির বন্যপ্রাণীরা লুকিয়ে থেকে জীবনরক্ষায় সুযোগ পায়। ঝোপঝাড় কমে যাওয়ায় বন্যপ্রাণীর রয়েছে বাসস্থান সঙ্কটে। এছাড়াও বনগুলোতে প্রাণীদের খাদ্য, বাসস্থান ও পানিয়জলের সঙ্কটের কারনে প্রায়ই প্রাণীরা বন ছেড়ে লোকালয়ে বেড়িয়ে আসে। যখনই লোকালয়ে বন্যপ্রাণীর দেখা মেলে তখনই লোকজন আমাদের খবর দেন। আমরা প্রাণীগুলোকে উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করি। প্রতি বছর আমরা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে অসংখ্য বন্যপ্রাণী লোকালয় থেকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করি। আগে মানুষ লোকালয়ে কোন বন্যপ্রাণীর দেখা পেলে অধিকাংশ ক্ষেত্রেই তা পিটিয়ে মেরে ফেলতেন। এখন মানুষের মধ্যে সচেতনতা ও বন্যপ্রাণীর প্রতি মমত্ববোধ বেড়েছে। এখন লোকালয়ে বন্যপ্রাণীর দেখা পেলে সাথে সাথে আমাদের অথবা বন বিভাগকে জানান।’

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক বলেন, ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল শনিবার ও রবিবার দুটি অজগর সাপ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। আমরা সাপ দুটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেছি।’