lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৬ মে, ২০২৫
Last Updated 2025-05-06T03:17:38Z
জাতীয়

টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেফতার

Advertisement


 


খাঁন আহম্মেদ হৃদয় পাশা, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাশতৈল এলাকায় গত ২২ মার্চ মহিষ ব্যবসায়ীদের কাছ থেকে ৭৮ লাখ ডাকাতির ঘটনায় মাস্টারমাইন্ডসহ ডাকাতদলকে গ্রেফতার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। 

সোমবার (৫ মে) দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন পুলিশ সুপার মিজানুর রহমান। পুলিশ সুপার বলেন, ডাকাতির ঘটনার পরে জেলা ডিবি পুলিশ ও মির্জাপুর থানা পুলিশ আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। গত ২৩ মার্চ মির্জাপুর থানায় একটি ডাকাতির মামলা দায়ের করে ভুক্তভোগীরা। তারই ধারাবাহিকতায় গত ১১ এপ্রিল ঢাকার হাজারীবাগে অভিযান চালিয়ে ডাকাতি ঘটনায় ব্যবহৃত হাইয়েস (মাইক্রোবাস) গাড়ির চালক ও লুন্ঠিত ১২ হাজার টাকাসহ ডাকাত মিলনকে গ্রেফতার হয়।


এরপর গত ১৮ এপ্রিল ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় সেকেন্ড ইন কমান্ডার ঈসমাইলকে আটক করা হয়। ঈসমাইলের কাছ থেকে ৩ লাখ টাকা উদ্বার করা হয়। এছাড়া ঈসমাইলের দেওয়া তথ্যমতে বাশতৈল এলাকার সিরামিক মোড় থেকে ১০ রাউন্ড তাজা পিস্তলের গুলি উদ্ধার করা হয়। 


গুলি উদ্ধার করার বিষয়ে মির্জাপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। এরপর তাদের দেওয়া তথ্যে জানা যায়, ডাকাতির ঘটনায় মূল মাস্টারমাইন্ড সাগর বারুইয়ের কাছে ডাকাতিতে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও একটি কালো-লাল পালসার মোটরসাইকেল রয়েছে। 

এরপর গতকাল রাতে ঢাকার খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী শুটার সাগর বারুইকে গ্রেফতার করা হয়।


গ্রেপ্তারের পর পুলিশকে সাগর জানায়, সে ডাকাতির দিন মির্জাপুরের কুমারজানি এলাকায় বৈদ্যুতিক খুঁটির পাশে ম্যাগাজিন ভর্তি ৭ রাউন্ড তাজা গুলি ও একটি সচল বিদেশি পিস্তল ফেলে রেখে গেছে। এরপর পুলিশ সেসব অস্ত্র উদ্ধার করে। 


পুলিশ সুপার আরও বলেন, ডাকাতির ঘটনায় ম্যাগাজিন ভর্তি ৭ রাউন্ড গুলিসহ ১টি পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলি, ৩ লাখ ১২ হাজার টাকা, ৩টি মোটরসাইকেল ও একটি হাইয়েস গাড়ি উদ্ধার করা হয়েছে। আসামিদের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হবে আদালতে।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আদিবুর রহমান, ডিবির ওসি মোশাররফ হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।