lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৪ মে, ২০২৫
Last Updated 2025-05-14T16:00:07Z
জাতীয়

ঘোড়াশালে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ মা ও নবজাতক

Advertisement


 

হাজী জাহিদ: 

পলাশ নরসিংদী  ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ড দক্ষিণ পলাশ কাশ্মীরের টেক এলাকায় এক গৃহবধূ একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন।  বুধবার (১৪ মে) দুপুর ১২টায় ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে এই তিন নবজাতকের জন্ম হয়।


তানিয়া আক্তার সুইটি (৩০) নামের এই গৃহবধূ দক্ষিণ পলাশের মো. আনোয়ার হোসেনের স্ত্রী। নবজাতকদের মধ্যে দুটি কন্যা ও একটি ছেলে সন্তান রয়েছে। জানা গেছে, এর আগেও তানিয়া এক ছেলে সন্তানের মা হয়েছেন, সেটিও সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্মগ্রহণ করেছিল।


অপারেশনটি পরিচালনা করেন হাসপাতালের গাইনী সার্জন ডা. তরিকুল আলম শিল্পী। তিনি জানান, প্রাথমিকভাবে গর্ভে একাধিক সন্তান রয়েছে বিষয়টি জানা যায়নি। হাসপাতালে ভর্তির পর আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে জানা যায়, গৃহবধূর গর্ভে তিনটি সন্তান রয়েছে। এরপর সফলভাবে অস্ত্রোপচারের মাধ্যমে একে একে তিন নবজাতককে জন্ম দেওয়া হয়। বর্তমানে মা ও তিন সন্তানই সুস্থ রয়েছেন। তবে তাদের আরও দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে।


হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন মানিক জানান, আজ সকালে প্রসব ব্যথা উঠলে তানিয়াকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা আল্ট্রাসনোগ্রাম করে নিশ্চিত হন তিনটি সন্তান গর্ভে রয়েছে। এরপর চিকিৎসকরা দক্ষতার সঙ্গে অপারেশন সম্পন্ন করেন।


নবজাতকদের পিতা মো. আনোয়ার হোসেন জানান, “আল্লাহ তায়ালা আমাকে একসঙ্গে তিনটি সন্তানের বাবা বানিয়েছেন, আমি খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন যেন তারা সুস্থ ও সুন্দরভাবে বড় হতে পারে।”


এমন এক আনন্দঘন ঘটনার সাক্ষী হয়ে উঠেছে ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতাল। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও খুশির আমেজ বিরাজ করছে।