lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
Last Updated 2025-05-22T14:17:43Z
ব্রেকিং নিউজ

সরকারি এডওয়ার্ড কলেজের সুচিত্রা সেন হলের নাম পুনর্বহালের দাবি

Advertisement


 

আব্দুল কাইয়ুম তমাল, পাবনা:

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট পাবনা জেলার আহ্বায়ক  মানিক রতন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাইম  এক যুক্ত বিবৃতিতে সরকারি এডওয়ার্ড কলেজের  সুচিত্রা সেন হলের  নাম পুনর্বহাল  ও আবাসন সংকট নিরসনে পর্যাপ্ত  হল নির্মাণের দাবি করেন।


নেতৃবৃন্দ বলেন, বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন ১৯৩১ সালের ৬ এপ্রিল তৎকালীন বৃহত্তর পাবনায় জন্মগ্রহন করেন। তিনি শহরের মহাকালী পাঠশালায় (বর্তমানে টাউন গার্লস হাই স্কুল) পড়ালেখা শেষে পাবনা বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। দেশ ভাগের সময় তার পরিবারের সাথে তিনিও দেশান্তরিত হতে বাধ্য হন। মহানায়িকা সুচিত্রা সেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতে আশ্রয় নেওয়া পূর্ববাংলার শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহ করেছেন এবং আন্তর্জাতিক ভাবে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে ভূমিকা রেখেছেন। তার পিতামহ বিখ্যাত কবি-গীতিকার-সুরকার রজনীকান্ত সেন বৃটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বাংলা চলচিত্রকে শুধু বাংলা ভাষাভাষীর কাছেই জনপ্রিয় করে তুলেন নি, আন্তর্জাতিক পরিসরেও বাংলা চলচিত্রকে জনপ্রিয় করেছেন।


নেতৃবৃন্দ নতুন হল নির্মাণ করে সরকারি এডওয়ার্ড কলেজের তীব্র আবাসন সংকটের দিকে যথাযত মনোযোগ না দিয়ে কলেজ প্রশাসনের অগণতান্ত্রিক প্রক্রিয়ায়  'সুচিত্রা সেন' হলের নাম পরিবর্তনকে বিগত সরকারের ফ্যাসিস্ট আচারণের সাথে তুলনা করে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। এবং 'সুচিত্রা সেন' হলের নাম পুনর্বহাল, পর্যাপ্ত হল নির্মান করে আবাসন সংকট দূর করা সহ  পরিবহন, ক্লাসরুম সংকট নিরসনের জোর দাবি জানান।