নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরে পবিত্র মাহে রমজানকে মাসকে স্বাগত জানিয়ে ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালে রাখার দাবিতে মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। শনিবার (১ মার্চ) বিকালে উপজেলার রামকৃষ্ণপুর থেকে মিছিল নিয়ে বাঘা-লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে লালপুর ত্রিমোহনী মোড়ে জড় হয়ে সমাবেশ করেন তারা।
Advertisement
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাটোর-১ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা আমীর আবুল কালাম আজাদ বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের মানুষ আজ বিপর্যস্ত। দুবেলা, দু-মুঠো খাবার জোগাড় করতেই তারা দিশেহারা হয়ে পড়ছেন। এরমধ্যেই রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য আবারও দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় ফ্যাসিবাদের দোসরেরা সিন্ডিকেটের মাধ্যমে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কাটতে ব্যস্ত রয়েছে। অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান তিনি।
এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি এ্যাড. মাসুদ রানা, নায়েবে আমীর আকবর হোসেন, সহকারি সেক্রেটারি হাফেজ আফজাল হুসাইন, লালপুর ইউনিয়ন জামায়াতের আমীর কামরুজ্জামান চঞ্চল প্রমূখ।