lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-16T11:17:42Z
গণমাধ্যমজাতীয়

রংপুর গংগাচড়ায় সকল প্রেসক্লাব বিলুপ্ত একীভূত হওয়ার ঘোষণা "

Advertisement


 


রবীন্দ্রনাথ সরকার, রংপুর প্রতিনিধিঃ

গঙ্গাচড়া উপজেলায় দীর্ঘদিনের বিভক্তি ও মতবিরোধের অবসান ঘটিয়ে সকল প্রেসক্লাব আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রবিবার ১৬ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ চত্বরে গঙ্গাচড়ায় কর্মরত সাংবাদিকদের এক বিশেষ সভায় ঐকমত্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।


দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিক সমাজ বিভিন্ন প্রেস ক্লাবের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করলেও সমন্বয়হীনতা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং পেশাদারিত্বের অভাবে নানা জটিলতা তৈরি হচ্ছিল। সেই সংকট নিরসনে গঙ্গাচড়া প্রেস ক্লাব, প্রেসক্লাব গঙ্গাচড়া, প্রেস ক্লাব গঙ্গাচড়া, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ প্রেসক্লাব, গঙ্গাচড়া মডেল প্রেস ক্লাব ও গঙ্গাচড়া সাংবাদিক সোসাইটি বিলুপ্ত করে, একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


সিনিয়র এক সাংবাদিক বলেন, “সাংবাদিকতার গুণগত মান বজায় রাখা এবং অপেশাদার কার্যকলাপ এড়ানোর জন্য এই সিদ্ধান্ত জরুরি ছিল। নিশ্চয়ই এটি একটি সময়োপযোগী উদ্যোগ, যা ভবিষ্যতে সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মানোন্নয়নে সহায়ক হবে।”