Advertisement
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলা রাজাগাঁও ইউনিয়নের চৌরঙ্গী মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের।
আটক হেলাল উদ্দিন ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষ গ্রামের আবু সৈয়দ (ছুবাউ) এর ছোট ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের চৌরঙ্গী মার্কেট এলাকায় তার শশুর বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে রুহিয়া থানায় নিয়ে আসা হয়। রুহিয়া থানার ওসি বলেন, পুলিশের বিশেষ অভিযানে হেলালকে তার শ্বশুর বাড়ি থেকে আটক করা হয়েছে। বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। ১৬ ফেব্রুয়ারি রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ।