lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-06T11:15:02Z
আইন ও অপরাধ

সালথার বল্লভদী ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Advertisement


 


বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। 


বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে কাজীর বল্লভদি গ্রামে নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।


সে ওই গ্রামের পিতা- মৃত খন্দকার শামসুর রহমান আলী মিয়ার ছেলে ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি। 


পুলিশ সুত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ী ভাংচুরের মামলায় শাহীন চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিলো।  যার সালথা থানার মামলা নং- ১১২/২৪।  


সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে বল্লভদি গ্রামের নিজ বাড়ি থেকে শাহীন চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুটি দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। দুপুর দেড়টার দিকে  তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।