Advertisement
আব্দুল কাইয়ুম তমাল, পাবনা:
তৈল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্ণভিত্তিক ব্লক (সরিষা উৎপাদন) প্রর্দশনী সংক্রান্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
কৃষক পর্যায়ে ব্লক ভিত্তিক বিভিন্ন ক্রপ প্যার্টানের মধ্যে মালঞ্চি ব্লকে এবার : সরিষা, বোরো ধান, আমন ধানের - প্যার্টান ,টি প্রদর্শন করা হবে।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর পাবনা সদরের আয়োজনে (রবিবার) ১৬ ফ্রেবুয়ারী বিকেল ৩টায় পাবনা সদরের মালঞ্চি ইউনিয়নে তিতপুর গ্রামে শতাধিক কৃষকের উপস্থিতিতে সদর উপজেলা কৃষি অফিসার কুন্তুলা ঘোষ সভাপতিত্বে বিশেষ আলচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুরা অঞ্চল,কৃষিবিদ মোঃ ইসমাঈল হোসেন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ আখেরুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার, (ডিএই) পাবনার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম।
পরে কৃষক পর্যায়ে সরাসরি তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি সংক্রান্ত বিশেষ প্রশ্ন উত্তর পর্বে কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধি বিষয়ক নানাবিধ দিকনির্দেশনা দেন বক্তারা।