lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
Last Updated 2025-02-16T17:09:20Z
আইন শৃঙ্খলা

আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্য, টানা চতুর্থবার শ্রেষ্ঠ ওসি সোয়েল রানা

Advertisement


 


সজীব আহাম্মেদ,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ে অপরাধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধারাবাহিক সাফল্যের জন্য টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেয়েছেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোয়েল রানা।  


রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড় পুলিশ লাইনে অনুষ্ঠিত  মাসিক কল্যাণ, অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভায় জানুয়ারি মাসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। সেই সাথে দেবীগঞ্জ থানার এস.আই মোঃ রবিউল ইসলামকে শ্রেষ্ঠ এস.আই এবং এ.এস.আই মোঃ এরশাদুল হককে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারীর স্বীকৃতি প্রদান করা হয়। 


সভায় সোয়েল রানার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।


এময়য় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) মোছাঃ রুনা লায়লা, পঞ্চগড় পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোঃ আসাদুজ্জামান আসাদ, পঞ্চগড় পুলিশ লাইনে আর.আই মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।


এছাড়া ওসি ডিবি, কোর্ট ইন্সপেক্টর, সকল থানার অফিসার ইনচার্জ(ওসি), টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এবিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোয়েল রানা বলেন, জনগণের সেবাই আমাদের প্রধান অঙ্গীকার, আর এই স্বীকৃতি দেবীগঞ্জ থানার সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, যাতে জনগণ শান্তিতে বসবাস করতে পারে। পুলিশের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।