Advertisement
আল আমিন হোসেন, পাবিপ্রবি:
প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি দিয়ে পাবিপ্রবি ছাত্র শিবির আত্মপ্রকাশ করেছে। আজ (৬ ফেব্রুয়ারি) সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এদিন সকাল ৮টায় পাবনা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি গোলাম রহমান জয়ের নেতৃত্বে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ব্যানারে তিন শতাধিক নেতাকর্মী নিয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে পাবনা শহর ও জেলা শাখার শোভাযাত্রার সঙ্গে মিলিত হয়।
এর আগে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ছাত্রশিবিরের সদস্যদের জড়ো হতে দেখা যায়। পরে তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শোভাযাত্রা শুরু করেন। শোভাযাত্রায় সংগঠনটির কর্মীরা ইসলামী শিক্ষার প্রচার, নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা ও শিক্ষার্থীদের অধিকার রক্ষার দাবি জানিয়ে স্লোগান দেন।
এ বিষয়ে পাবনা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি গোলাম রহমান জয় বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধ থাকার জন্য আমরা ক্যাম্পাসের ভেতরে শোভাযাত্রা করতে পারছি না।তাই আমরা ক্যাম্পাসের বাইরে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ব্যানারে শোভাযাত্রার আয়োজন করেছি।’
বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কমিটি প্রকাশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সাংগঠনিক সিদ্ধান্তের কারণেই আমরা এখনো বিশ্ববিদ্যালয় শাখার কমিটি প্রকাশ করিনি। তবে খুব দ্রুতই আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এবং সেক্রেটারির নাম প্রকাশ করব।’