lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-06T13:09:41Z
ব্রেকিং নিউজ

বরগুনায় এয়ারলাইন্স ওভারসিজ ভিসা অফিস উদ্বোধন

Advertisement


 


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় ভিসা অফিসের শুভ  উদ্ভোধন হয়েছে।অদ্য ০৬  ডিসেম্বর ২০২৪ ইং রোজ শুক্রবার বাদ আসর মিলাদের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় বরগুনা ভিসা অফিস।মোসাম্মাদ সুখি আক্তার এর   পরিচালনায় অফিসটির  উদ্বোধন করা হয়।  মিলাদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বরগুনা জেলা বিএনপি র সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১০ নং নলটোনা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কে এম শফিকুজ্জামান মাহফুজ, ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ সেলিম, ৭ নং ঢলুয়া ইউনিয়নের সাবেক ইউ পি  চেয়ারম্যান  মোঃ আবু হেনা মোস্তফা কামাল টিটু , বরগুনা আবেদিন প্রেসের স্বত্বাধিকারী এবং নির্বাহী সম্পাদক দৈনিক শেষ কথা  মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা সভাপতি মোঃ হাফিজুর রহমান,  বরগুনার  সাবেক যুবদল নেতা মিজানুর রহমান, এবং এলাকার অসংখ্য লোক। 


উদ্বোধনী অনুষ্ঠানে মোছাম্মৎ সুখি আক্তার সকালে উদ্দেশ্যে বলেন, আমরা দক্ষিণবঙ্গের মানুষ অবহেলিত কর্মসংস্থানের জন্য বিদেশে যেতে হলে আমাদেরকে ঢাকায় গিয়ে সকল কার্যক্রম  করতে হয়, এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর জন্য বরগুনায় এই অফিসটি উদ্বোধন করা হয়েছে। সততার সাথে কাজ করব এই প্রত্যয়কে সামনে রেখে অত্র অঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষ যারা কর্মসংস্থানের জন্য বিদেশে যেতে চায় কাদের জন্য উন্নত সেবা প্রদান করব।