lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
Last Updated 2024-12-23T07:38:56Z
শীতবস্ত্র বিতরণ

অসহায় শীতার্তদের মাঝে রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপের শীতবস্ত্র বিতরন।

Advertisement


 


সালাম মুর্শেদী, বিশেষ প্রতিনিধিঃ দিন যতই যাচ্ছে উত্তরাঞ্চলের শীতের প্রবাহ বেড়েই চলছে। শীতের তীব্রতায় বিপাকে পড়েছে অসহায়, মানুসিক ও শারিরীক ভারসাম্যহীন মানুষ গুলো। রেলওয়ে স্টেশন সহ নগরীর বিভিন্ন স্থানের ফুটপাতে মানবতে জীবন যাপনের মাধ্যমে রাত্রীযাপন করছে।


কমিউনিটি স্কাউটিং ও সমাজ সেবা মূলক কাজের অংশ হিসেবে, সেবা'র মূলমন্ত্র কে ধারন করে ওব্যাট হেল্পার্সের সহযোগিতায় উষ্ণ ভালোবাসা  নিয়ে অসহায়,মানুসিক ও শারিরীক ভারসাম্যহীন মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা ও জেলা রোভারের আওতাধীন রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ (মুক্তমহাদল)।


গত বৃহস্পতিবার থেকে প্রতিদিন মধ্য রাত থেকে ভোর পর্যন্ত রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ (মুক্তমহাদল) এর রোভার স্কাউট ও স্কাউট সদস্যরা রংপুর রেলওয়ে স্টেশন সহ রংপুর মহানগরীর বিভিন্ন ফুটপাতে মানবতে রাত্রী যাপনকারী অসহায় শারিরীক ও মানুসিকভাবে ভারসাম্যহীন মানুষের দোরগোড়ায় (ডোর টু ডোর) উষ্ণ ভালোবাসার উপহার স্বরূপ কম্বল পৌঁছে দেয়।


রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মোঃ রেজওয়ান হোসেন সুমন, ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক ও স্কাউট টীম বাংলাদেশ এর কো-অর্ডিনেটর মাহামুদ ইসলাম আকাশ এর নেতৃত্বে  ও দিক নির্দেশনায় এতে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ (মুক্তমহাদল), ওব্যাট স্কাউট মুক্তমহাদল ও রংপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার ও স্কাউট সদস্যবৃন্দ সহ ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক রংপুর এর স্বেচ্ছাসেবীবৃন্দ।


রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক রেজওয়ান হোসেন সুমন জানান, সেবা'র মূলমন্ত্র কে ধারণ করে দেশের যে কোনো প্রয়োজনে রোভার ও স্কাউট সদস্যরা প্রত্যক্ষভাবে নিয়োজিত হয়ে সেবা দিয়ে যাচ্ছে। সেবার তরে আমরা রোভার এই স্লোগানকে সামনে রেখে সেবামূলক কাজের অংশ হিসেবে রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ (মুক্তমহাদল) উষ্ণ ভালোবাসার উপহার স্বরূপ ডোর টু ডোর শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমরা গভীর রাত্রে নগরীর বিভিন্ন স্থান ঘুরে ঘুরে প্রকৃত অসহায় শীতার্তদের উষ্ণ ভালোবাসার উপহার স্বরূপ কম্বল পৌছে দিচ্ছি। ওব্যাট হেল্পার্সের সহযোগিতায় এবং রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপের উদ্যোগে আমরা প্রায় দুই শতাধিক প্রকৃত অসহায় শীতার্তদের মাঝে উষ্ণ ভালোবাসার উপহার স্বরূপ কম্বল পৌছে দিতে পেরেছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। অসহায় শীতার্তদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য সামর্থবানদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান রইলো।