lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-25T03:50:27Z
ব্রেকিং নিউজ

সুজানগরে জমিজমা সংক্রান্ত বিরোধে ধরে প্রতিপক্ষের হামলায় ৬ জন গুরুতর আহত

Advertisement


 


এম মনিরুজ্জামান, পাবনা  : সুজানগরে জমিজমা সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র পূর্ব শত্রুতার জের ধরে দৃর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে ৬ জনকে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।


এ ঘটনায় আহত ইয়াকুব আলী প্রামানিকের ছেলে ইনসান মোসাফি মাহিন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে জানা যায়।


শুক্রবার সকাল ১১ ঘটিকার দিকে পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের খয়রান গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দৃর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে ৬ জনকে গুরুতর আহত করেছে। 


আহতরা হলেন,খয়রান গ্রামের পিতা আব্দুল আজিজ খার ছেলে ইয়াকুব আলী (৫০), ওমর আলী খানের ছেলে ইয়াছিন (২১), নুর আলী মন্ডলের ছেলে ফজলু (৫৫), মৃত আব্দুল আজিজ খানের ছেলে ওমর আলী (৫৫), ইয়াকুবের ছেলে মাহিম (২২), ফজলু মন্ডলের ছেলে মোমিন (৩২)। 

দৃর্বত্তদের হামলায় আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আহতদের ফেলে দৃর্বত্তরা পালিয়ে যায়। আহতদের চিকিৎসার জন্য প্রথমে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।এর মধ্যে ইয়াকুব আলী, ওমর আলী,ফজলু ও ইয়াসমিনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে দ্রুত পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।অন্যরা সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।


অভিযোগের ভিত্তিতে জানা যায়,একই গ্রামের মৃত করিম প্রামাণিকের ছেলে রিয়াজ,তয়েজ, ময়েজ,রইচ, মৃত মোমিন প্রামাণিকের ছেলে খালেক সহ ১০/১২ জন সংঘটিত ভাবে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে। আহতদের কে এলাকার লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, অভিযোগ পেয়েছি, দুই পক্ষের মামলা দায়ের হয়েছে। এখন আইনগত ব্যবস্থা নেয়া হবে।