lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
Last Updated 2024-11-30T05:16:49Z
ধর্ম

আমতলী উপজেলা জামায়াতের আমীরের শপথ গ্রহন ও কর্মীদের দিনব্যাপী শিক্ষাশিবির

Advertisement


 


বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের দিনব্যপি শিক্ষাশিবির ও ২০২৫-২৬ সেশনের নির্বাচিত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ ইলিয়াস হোসাইন শপথ গ্রহন করেছেন।


শুক্রবার আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় সাইক্লোন সেল্টারের হল রুমে নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসলিশে শুরা সদস্য ও বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। নবনির্বাচিত আমীর অধ্যাপক মাও: মুহাম্মদ ইলিয়াস হোসাইন কে শপথ বাক্য পাঠ করান বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন।আমতলী উপজেলা জামায়াতে ইসলামীর আমির এবং অগ্রসর কর্মীদের দিনব্যপি শিক্ষাশিবির সমাবেশে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মসলিশে শুরা সদস্য ও বরগুনা জেলা জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ হারুন। বরগুনা জেলা নায়েবে আমীর মাওলানা এস. এম আফজালুর রহমান, বরগুনা জেলা সেক্রেটারী আসাদুজ্জামন আল মামুন, বরগুনা জেলা সহ-সেক্রেটারী মাওলানা আঃ মান্নন, বরগুনা জেলা মানব সম্পদ এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ আবদুল মালেক সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও প্রায় তিন সতাধিক অগ্রসর কর্মীবৃন্দ।


নবনির্বাচিত আমীর মাওলানা ইলিয়াস হোসাইন এর শপথ গ্রহণ শেষে দায়িত্বভার গ্রহন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এসময় তিনি তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের জন্য উপজেলার সকল দায়িত্বশীলদের সহযোগিতা কামনা করেছেন।