lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-03T17:56:10Z
সংবাদ সম্মেলন

মহেশখালীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Advertisement


 

নুরুল করিম, প্রতিনিধি:

মহেশখালী উপজেলার মোহরাকাটা গ্রামে মৃত ফরু মিয়া গং এর বিরুদ্ধে নিরীহ ব্যক্তির পৈত্রিক ও ক্রয়কৃত জমি জোরপূর্বক বসতভিটা দখলের অভিযোগ উঠেছে। 


৩ ই অক্টোবর (বৃহস্পতিবার) সকালে এ বিষয়ে প্রতিকার চেয়ে মহেশখালী উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন একরাম উল্লাহ নামের এক ভুক্তভোগী। 


সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন.. উপজেলা হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা গ্রামের মৃত ফরু মিয়া পুত্র আনছারুল করিম ও তার বোন মাহমুদা খাতুনের বসতভিটার পাশে আব্দুল করিম ও বজল করিম গং ক্রয়কৃত পানিরছড়া মৌজার বিএস খতিয়ান নং-২০৬, বিএস দাগ নং-১৫৮০ দাগের ১০ শতক ভূমি জোরে বলে দখল করে মাহমুদা খাতুন, তার ভাই আনছারুল করিম গং সহ তাদের আত্মীয় স্বজনরা। 


বর্তমানে উপরেল্লিখিত ফরু মিয়া গংএর সদস্যরা একারাম উল্লাহ ও তার পরিবারের অন্য সদস্যদের হুমকি ধামকি পেশিশক্তি প্রদর্শন করছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন স্থানীয় হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী'র শরণাপন্ন হলেও আইনি বহিঃপ্রকাশেও পেশিশক্তি প্রয়োগ করে ভূমিদস্যুরা। মূলত তার জোরপূর্বক উক্ত জমি দখলে পায়তারা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে তিনি প্রতিকার দাবি করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জালাল আহমদ, বশির আহমদ, উম্মে কাউছার, সেতু আক্তার, আমির হোসেন, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ ফারুক, রুমা আক্তার প্রমুখ


এ বিষয় উভয় পক্ষের মধ্যে স্থানীয় ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার  আনছারের মধ্যস্থতায় একটি বিচার হয় এতে লিখিত প্রতিবেদনে একরাম উল্লাহর জমিতে কোন প্রকার বাঁধা সৃষ্টি না করার জন্য বলা হয় কিন্তু মাহমুদা গং উক্ত সালিশি ফায়সালা অমান্য করে উলটো হুমকি দিয়ে জমির সিমানা বেড়া, টিউবওয়েল বেঙ্গে ফেলে। এসব ঘটনার তদন্তপূর্বক প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন।