lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
Last Updated 2024-10-30T17:48:14Z
রাজনীতি

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার হওয়ার খবরে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

Advertisement


 


ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুস শহীদ গ্রেপ্তার হওয়ার খবরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মিয়া মধুর ডাকবাংলা পুকুর পাড়ের বাসভবনের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুনা চত্ত্বরে এসে আলোচনা সভায় অংশ নেন।

আলোচনা সভায় শহরের চৌমুহনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলকাছ মিয়া, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর, যুবনেতা মুরাদ হোসেন সুমন, ছাত্রদল নেতা মোশারফ হোসেন রাজ, রুহেল মিয়া, শাহাদাত হোসেন আকাশ প্রমুখ। এছাড়া এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা টিটু দাস, ভুট্টু মিয়া, মোবারক হোসেন, আব্দুর রহমান খান পাশা সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিগত ৩৩ বছর ধরে আব্দুস শহীদ বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিলো। বিগত নির্বাচন গুলোতে ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে নির্বাচিত হয়েছেন তিনি। শুধু তাই নয় আব্দুস শহীদ ক্ষমতার দাপট দেখিয়ে শ্রীমঙ্গল- কমলগঞ্জের মানুষকে জিম্মি করে অনৈতিকভাবে সম্পদের পাহাড় বানিয়েছেন।

এ সময় তারা আওয়ামী লীগের দুঃশাসনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে আব্দুস শহীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।