Advertisement
আকন্দ সোহাগ,মাদারগঞ্জ:
জামালপুরের মাদারগঞ্জে জাতীয়তাবাদী যুবদল,স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের যৌথ উদ্যোগে শহর পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। ৩ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমানের নেতৃত্বে এ অভিযান শুভ উদ্বোধন করেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম। মাদারগঞ্জ মডেল থানা থেকে শুরু হয়ে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শহরের ঠাকুরবাড়ী মোড়ে এসে প্রথমদিনের অভিযান শেষ করা হয়। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোখলেছুর রহমান বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আমাদের শহরের যত্ন আমাদেরকেই নিতে হবে। আমরা এ শহরকে পরিস্কার পরিছন্ন রাখতে সর্বচ্চো চেষ্টা করব। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুঞ্জুরুল ইসলাম মঞ্জু,আলামিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ্ আল মামুন,জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক তুহিন প্রামাণিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল খান সৌরভ, মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ ছাত্র দলের আহব্বায়ক শামিম আহম্মেদ প্রমুখ।


