Advertisement
আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা এ উপলক্ষে বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্থিক সহায়তা প্রদান , বিভিন্ন দূর্গা মন্দির পরিদর্শন ও মতবিনিময় করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে তেঁতুলিয়া ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের সকল দূর্গা মন্দির পরিদর্শন আর্থিক সহায়তা প্রদান ও মতবিনিময় করেন তিনি ।
এসময় উপস্থিত ছিলেন , মান্দা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আঃ জলিল, মান্দা উপজেলা ছাত্রদলের সভাপতি আবু সালেহ , মান্দা উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আখেরুজ্জামান সেলিম , তেঁতুলিয়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ , তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন , তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি আঃ মান্নান প্রমুখ । এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য , মান্দা উপজেলার ১৪ টি ইউনিয়নে সর্বমোট ১০৩ টি দুর্গা মন্দিরে শারদীয় দূর্গা পূজা উদযাপন হচ্ছে বলে জানা গেছে । এসময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেন তিনি ।


