Advertisement
শফিকুল ইসলাম জনি, ফরিদপুরঃ
ফরিদপুরের নগরকান্দার চরযশোরদি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার ওহিদুল বারী আলমের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাত আনুমানিক দেড়টার দিকে চেয়ারম্যানের বসত বাড়িতে ঢুকে ১৫/১৬ জনের একটি ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটায়।
এসময় সাবেক ইউপি চেয়ারম্যান আলম খন্দকার ও তার ভাই জামান খন্দকারের ঘরে থাকা প্রায় ৩০ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় ঢাকাত দলের সদস্যরা।
খবর পেয়ে নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, থানার ওসি আমিনুর রহমান সহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় বিষয়টি তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নগরকান্দা থানার ওসি মোঃ আমিনুর রহমান।