Advertisement
নুরুল করিম, মহেশখালী:
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জেন্ডার ন্যায্যতা ভিত্তিক জলবায়ু আন্দোলনের মাধ্যমে স্থানীয় বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং সবুজ ব্যবসার প্রসারের লক্ষ্যে মহেশখালী উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে উপকূলীয় এলাকার ইকো-সিস্টেম ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার বিষয়ক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩০ শে জুন (রবিবার) দুপুর সাড়ে ১২ টায় মহেশখালী উপজেলা পরিষদ হল রুমে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে ও অক্সফ্যাম বাংলাদেশ এবং অস্টেলিয়ান এইড এর সহযোগিতায় উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মীকি মারমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন।সভায় ইকোসিস্টেম পুনরুদ্ধার ও এর ব্যবস্থাপনা বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের ব্যবস্থাপক মোঃ হাসিবুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.. ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন, ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ, উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবিউল করিম, উপজেলা সমাজসেবা অফিসার দিদার আলম, সমবায় অফিসার গোলাম মাসুদ কুতুবী, উপজেলা কৃষি অফিসার নাছিরুল আলম,উপজেলা মহিলা বিষয়ক প্রশিক্ষক শারমিন আক্তার বিউটি, প্রকল্পের ফিল্ড অফিসার কোহিনুর আক্তার’সহ উপজেলার বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ইউএনও মীকি মারমা বলেন, বস্তুত পরিবেশের ভারসাম্য রক্ষায় ইকোসিস্টেম পুনরুদ্ধারের বিষয়টিতে সবার গুরুত্ব আরোপ করে প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্য হারিয়ে যায়, তাহলে ইকোসিস্টেমের কার্যক্ষমতা নষ্ট হওয়ার বিষয়টিকে উড়িয়ে দেওয়া যায় না। সমাজে মানুষের চাহিদা মেটাতে ইকোসিস্টেমের প্রয়োজনীয়তা অপরিসীম।