lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১ জুলাই, ২০২৪
Last Updated 2024-07-01T05:27:51Z
সারাদেশ

ছোট মহেশখালী ইউপিতে ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা - BD Prokash

Advertisement


নুরুল করিম, মহেশখালী:


মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে জুন (রবিবার) সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ওই বাজেট সভা অনুষ্ঠিত হয়।



উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা'র সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন।



এতে ইউপি সচিব এম নুরুল কাদের সঞ্চালনায় শুরুতে প্যানেল চেয়ারম্যান ছৈয়দুল করিম এর স্বাগত বক্তব্যের শেষে ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ২কোটি ৮৮লাখ ৭৬হাজার ৯শ’ ৫২ পয়সা বাজেট ঘোষণা করেন ছোট মহেশখালী ইউপি চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন। আগামী ১ বছর ওই ইউনিয়নের উন্নয়নের জন্য এ বাজেট বরাদ্দ থেকে ব্যয় করা হবে।



বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন বলেন-এ বাজেট সাধারণ জনগণের বাজেট। এ বাজেট ইউনিয়নবাসীর উন্নয়নের জন্যই ব্যয় করা বাজেট। এ সময় বক্তারা বলেন-স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে একটি ইউনিয়ন বা সমাজ সুন্দর ভাবে পরিচালিত হয়। ইউনিয়নকে সুন্দর ও মডেলে পরিণত করতে ইউনিয়নবাসীকে নিয়মিত কর প্রদানের আহবান জানানো হয়।



সভায় ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আব্দু সাত্তারকে ২০২৩-২৪ অর্থবছরের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ ঘোষনা পূর্বক তাকে ক্রেষ্ট প্রদান করা হয়। এতে আইন মেনে ৪৫দিনের মধ্যে নিবন্ধন করায় অতিথিবৃন্দ এক অভিভাবককে ফ্রিতে জন্ম সনদ তুলে দেওয়ার পাশাপাশি আরেক জন নবাগত শিশুর পিতাকে জন্ম নিবন্ধনে সচেতনতা বৃদ্ধির জন্য একটি শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়। এতে সকল ইউপি সদস্য'সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।