lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৭ মে, ২০২৪
Last Updated 2024-05-07T07:12:10Z
সারাদেশ

ফরিদপুরে বজ্রপাতের আঘাতে মাদ্রাসার ১৯ শিক্ষার্থী আহত - BD Prokash

Advertisement


শফিকুল ইসলাম জনি, ফরিদপুরঃ


ফরিদপুরের নগরকান্দায় বজ্রপাতের আঘাতে একটি কওমী মাদ্রাসার অন্তত ১৯ শিক্ষার্থী আহত হয়েছে ।সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।



আহতদের মধ্যে ৯ জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন, ওলিউল্লাহ, ফেরদাউস, মুস্তাকিম, আবু হুসাইন, সাজিন, মারুফ, রিয়াদ, বায়েজিদ ও মুজাহিদ। সকলেই মাদরাসার নাজেরা বিভাগের ৩য় শ্রেণির ছাত্র।



ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ কেরামত আলী বলেন, সোমবার সন্ধ্যায় বৃষ্টি চলাকালীন শিক্ষার্থীরা মাদরাসার বারান্দায় অবস্থান নিচ্ছিলেন। এসময় বজ্রপাতের আঘাতে মাদরাসার ১৯ শিক্ষার্থী আহত হয়। মাদরাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে এবং বাকি ৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।



এ বিষয়ে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এহসানুল হক বলেন, একটি মাদ্রাসার ১০-১২ শিশুকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে যাদের আনা হয়েছে তারা প্রত্যেকেই আতঙ্কিত ছিল। ভয় পেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে, এখন সবাই সঙ্কা মুক্ত।