lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৫ মে, ২০২৪
Last Updated 2024-05-05T16:19:02Z
বিনোদন

লাইফ স্টাইল ফ্যাশানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সোহান খান - BD Prokash

Advertisement


এস এম আদনান উদ্দিন:


লাইফ স্টাইল ফ্যাশান এর  ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগদান করলেন সোহান খান । লাইফ স্টাইল ফ্যাশান এর সাথে তিন মাসের চুক্তি করলেন। বর্তমান ফ্যাশনকে ভিন্নধারার নিতে হলে আমাকে চুক্তিবদ্ধ হতে হবে।  



এ বিষয়ে তরুণ আর্টিস্ট সোহান খান বলেন,তাই নিজেকে পরীক্ষা করার এই সুযোগকে কাজে লাগিয়ে আমি নিজেকে যাচাই করতে চাই। সোহান খান আরো বলেন যে বর্তমান সময়ে  নতুন কোন কিছু আনতে হবে। বর্তমান তাপমাত্রা অনুযায়ী পোশাকের ভিন্নতা আনা খুবই প্রয়োজনীয়। এই গরমে মানুষ এর মধ্যে পোশাক নিয়ে অনেক বেশি কনফিউশন আছে, কোন পোশাক পরিধান করলে ইকটু আরাম লাগবে, এই বিষয় নিয়ে কাজ করতে হবে যেটা আমার কাছে অনেক বেশি একটা বিষয়। আমি আমার এই ছোট জীবনে অভিজ্ঞতা অনেক কামিয়েছি।সেটি আমার এখন দরকার এই সময়টাকে কাজে লাগিয়ে আমি এই তিনমাস শুধু তাদেরকে সময় দিয়ে নতুন কিছু আনতে চাই। পোশাক নিয়ে মানুষের অনেক ভুল ধারণা রয়েছে সেটা আমি ভাঙতে চাই। বাংলাদেশে পোশাক ক্ষেত্রে তিন নম্বর পজিশনে আছে। তাই আমি এই পোশাক সম্পর্কে অনেক কিছু জানাতে চাই।তিনি আরো বলেন আপনারা জানেন আমার একটা কোম্পানি আছে সেটার নাম এশিয়ান এক্সপোর্ট ইমপোর্ট সার্ভিস লিমিটেড। আমি এই ক্যারিয়ার ছাড়ার পর কখনোই এই ক্যারিয়ারে আবার ফেরত আসতে চাইনি। শুধুমাত্র মেট্রো ফ্যাশন হাউজের কর্ণধার  ইকবাল হোসেন চৌধুরী ভাইয়ের কারণে । আমি তিন মাসের জন্য তাদের সাথে চুক্তিবদ্ধ হলাম। এই চুক্তিটি আমার জন্য একটি জানির মতো। যেটা নতুন একটা শিক্ষা আনতে যাচ্ছে। ষষ্ঠ বারের মত আমি কোন চুক্তির সাথে আবদ্ধ হলাম।