lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১৮ মে, ২০২৪
Last Updated 2024-05-18T15:39:13Z
সারাদেশ

সালথায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নির্বাচন - BD Prokash

Advertisement

 


 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:


ফরিদপুরের সালথা উপজেলায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটাররা ভোট প্রদান করেন। 



চেয়ারম্যান পদে চেয়ার মার্কা নিয়ে ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সালথা সরকারি কলেজের সহকারী অধ্যাপক নরেশ চন্দ্র বিশ্বাস। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পেয়েছেন ১১৭ ভোট। 



ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ মার্কা নিয়ে ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নবকাম পল্লী ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক আশোক কুমার দাস, সেক্রেটারি পদে মাছ মার্কা নিয়ে ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইব্রাহিম শেখ, ট্রেজারার পদে হাত পাখা মার্কা নিয়ে ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মহিউদ্দিন, ডিরেক্টর পদে মোটরসাইকেল মার্কা নিয়ে ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাগদী মুরাটিয়া এ, এম, এ. এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিত কুমার রায়, ডিরেক্টর পদে কাপ পিরিচ মার্কা নিয়ে ১৩২ পদে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন  বিভাগদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাফিজউল্লাহ।



এ বিষয়ে যোগাযোগ করা হলে কালব্ এর ত্রিবার্ষিক নির্বাচন কমিটির সভাপতি ও জেলা সমবায় পরিদর্শক মো. ইলিয়াস হোসেন, অবাধ, সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকলের প্রচেষ্টায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করেছি।