Advertisement
মোঃ আরিফুল ইসলাম শেরপুর জেলা প্রতিনিধিঃ
চেয়ারম্যান পদে হাজী মোশারফ হোসেন (ঘোড়া) ৬১ হাজার ৭৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মোকছেদুর রহমান লেবু (আনারস) পেয়েছেন ৩৯ হাজার ৮০৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে শেখ ফরিদ (টিওবয়েল) ৩৯ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেহেদী হাসান রাজন (চশমা) পেয়েছেন ৩৩ হাজার ২৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আশুরা বেগম (কলস) ৬৮ হাজার ৮৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নহেলিকা দিব্রা (ফুটবল) পেয়েছেন ১৪ হাজার ২৫৮ ভোট।
বুধবার সকাল ৮টা থেকে উপজেলার ৮৩টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়, যা চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত।