lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
Last Updated 2024-04-27T07:25:51Z
সারাদেশ

আটোয়ারীতে অশ্রুসিক্ত চোখে ইসতিসকার নামাজ আদায় - BD Prokash

Advertisement


সালাম মুর্শেদী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ


পঞ্চগড়ের আটোয়ারীতে দেশে বিরাজমান প্রচন্ড তাপদাহ ও প্রখর রোদ থেকে মুক্তি পেতে এবং স্বস্থির বৃষ্টির জন্য দুই রাকাত ইসতিসকারের নামাজ আদায় করেছেন মুসল্লীরা। 



শনিবার (২৭ এপ্রিল) উপজেলার ধামোর ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯ টায় এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে মাওলানা মুফতী মোঃ উসমান গনী সালেহীর ইমামতীত্বে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো ধর্মপ্রাণ মুসল্লী সমবেত হয়ে এই বিশেষ গুরুত্বপূর্ণ নামাজ আদায় করেন। 



নামাজ শেষে প্রখর রোদকে উপেক্ষা করে মোনাজাতে কান্নাজড়িত কণ্ঠে মুসল্লিরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। চলামান এই কঠিন তাপদাহের পরিস্থিতি থেকে পরিত্রাণের পেতে মহান আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য অশ্রুসিক্ত চোখে দোয়া করেন আগত মুসল্লীরা। 



নামাজ শেষে এক মুসল্লী বলেন, আমি অন্যের বাড়িতে দিনমজুরির কাজ করে সংসার চালাই। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি এতে মাঠে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। প্রচন্ড এই রোদের তাপের জন্য মাঠে কাজ করতে যেতে পারছিনা। তাই ইনকামও কমে গেছে। তাই আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করলাম যেন তিনি রহমতের বৃষ্টি দান করেন। যেন আমি আবার কাজে ফিরতি পারি এবং সংসার চালাতে পারি। 



এদিকে চলমান এই তাপদাহ ও অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে উপজেলার সর্দারপাড়া গ্রাম সহ কয়েক জায়গায় ইসতিসকারের নামাজ আদায় করা হয়েছে।