Advertisement
সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক 'ইনোভেটিভ ও পারফর্মেন্স অ্যাওয়ার্ড' ২০২১-২০২২ সেশনে রংপুর বিভাগ থেকে শ্রেষ্ঠ হয়েছেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিটের সিনিয়র রোভার মেট ও জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি মোঃ সোলাইমান আলী। যা পঞ্চগড় জেলা থেকে এই প্রথম কেউ এই অ্যাওয়ার্ড পেলেন।
শনিবার (২৭ এপ্রিল) সকালে বাংলাদেশ স্কাউটস এর সদর দফতরের শামস হলে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে সোলাইমান আলীর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান।
এসময় বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর মোঃ এনামুল হক খান, কোষাধ্যক্ষ প্রফেসর একেএম সেলিম চৌধুরী সহ আঞ্চলিক উপ-কমিশনার, বিভাগীয় রোভার প্রতিনিধিগন ও সকল জেলা রোভারের কমিশনার-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবছর বাংলাদেশ স্কাউট আন্দোলনের উন্নয়ন, সম্প্রসারণে বিশেষ অবদান রাখা এবং নিরলস সেবা প্রদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কতৃক বিভাগ ভিত্তিক শ্রেষ্ঠ জেলার রোভার কমিশনার, শ্রেষ্ঠ জেলা রোভার সম্পাদক, শ্রেষ্ঠ রোভার স্কাউট ইউনিট লিডার ও শ্রেষ্ঠ রোভার স্কাউটকে ইনোভেটিভ ও পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।
তারই অংশ হিসেবে ইনোভেটিভ রোভারিং কার্যক্রামের স্বীকৃতি স্বরুপ ২০২১-২০২২ সেশনে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক রংপুর বিভাগে পঞ্চগড়ের রোভার মোঃ সোলাইমান আলীকে শ্রেষ্ঠ রোভার হিসেবে মনোনীত করা হয়।
উল্লেখ্য যে, গত বছরের নভেম্বরে বাংলাদেশ স্কাউটস এর সদরদপ্তরের শামস হলে বাংলাদেশ রোভার অঞ্চলের ১৪৮ তম নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে এই অ্যাওয়ার্ড ঘোষনা করা হয়।
রোভার সোলাইমান আলী বলেন, "পরিশ্রম,কষ্ট ও সেবা প্রদান করলে বাংলাদেশ স্কাউটস তাকে মূল্যায়িত করে। এ অর্জন শুধু আমার নয়, এ অর্জন আমার ইউনিট এবং পুরো রংপুর বিভাগ সহ আমার পঞ্চগড় জেলারও। বাংলাদেশ স্কাউটস পঞ্চগড় জেলা রোভারের এবং যে সকল মানুষ আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন, প্রতিটি বাঁধা মোকাবিলা করার সাহস যুগিয়েছেন, প্রতিনিয়ত আমাকে সহযোগিতা করেছেন বিশেষ করে জেলা রোভার সভাপতি ও জেলা প্রশাসক, কমিশনার এবং সম্পাদক আমি তাঁদের কাছে চির কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, "এতদিনের পরিশ্রম ও দায়িত্ববোধ আজ আমাকে এ অবস্থানে নিয়ে এসেছে। রোভারিং জীবনে প্রতিটি বাঁধাই যেন আমাকে নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা দিয়েছে। এটি এমন একটি জায়গা যেখানে প্রতিনিয়ত একজন রোভারকে সৎ, সাহসী, দক্ষ, বিনয়ী, সাংগঠনিক ও আত্মমর্যাদা সম্পন্ন হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। আমি চাই আমার এই সফলতা আমার পঞ্চগড় জেলা রোভারের মধ্যে অব্যাহত থাকুক এবং অন্য রোভার সদস্যরাও উদ্বুদ্ধ হোক।